এই ব্লগটি সন্ধান করুন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মূলঃ এ্যান সেক্সটন (২৩শে সেপ্টেম্বর, ১৯৭২)
ওরা যখন আবার সূর্যটা জ্বালাবে, আমি সূর্যের নিচে
নিজ হৃত্পিন্ডে দিয়াশলাই জ্বালিয়ে শিশুদের বীজ পুঁতে দেব
হৃত্পিন্ড গান গাবে, আর আমার মা-কে তখন সাবানের ফেনায় ফেনায় ঘষে,
নিজ হাড়গুলোকে চক্চকে ক’রে তুলব আমি,
ম্যাড়মেড়ে চুলগুলোকে ভ্যাকিউম ক’রে সতেজ, প্রতিবেশীদের সব ঋণ
শোধ ক’রে দে’ব, ‘হলুদ’ নামের একটা কবিতা লিখব আর তারপর নিজ ঠোঁট দিয়ে
সে কবিতা শুষে নেব, নিজেকে উত্তাপ খাওয়াব চামচের পর চামচ ক’রে
সকলে ঘরে ফিরে যাবে, নিজেদের পাখা আর ডানা-র সাথে খেলা করবে তারা
ওদের হাসি দেখে পৃথিবী কেঁপে উঠবে, কোথাও বিষ পাওয়া যাবে না,
আকাশে মরক প্লেগ নয়, মানুষের জন্য থাকবে মাতৃসুধা, আর আমরা
কেউ কোনদিন মরব না, একজনও না, আমরা বেঁচে থাকব
বাঁচব না?
কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বই -
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো – ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস – অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হ’তে জাগি – হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন