দ্যা ফায়ারবোম্বারস্
আমরা ওদের ফুলকপির মত ঝুড়িতে ভরি।
জুতার বাক্সের মত বোমা খুলে পড়ে।
আর বাচ্চাটা?
নিশ্চিত যে ও হাই তুলছে না।
আর মহিলাটি?
সে হৃত্পিণ্ডটাকে স্নান করাচ্ছে।
শরীর থেকে ছিঁড়ে ফেলা হয়েছে হৃত্পিণ্ড
শেষকৃত্য হিসাবে এখন নদীতে ধুয়ে নিচ্ছে তা সে ।
এটাই মৃত্যুর বাজার।
আমেরিকা,
কর্তৃত্ব করবার অধিকার তোমার কোথা থেকে এল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন