অক্টোবরে পপিফুল


অক্টোবরে পপিফুল
মূলঃ সিলভিয়া প্লাথ
অনুবাদঃ কল্যাণী রমা
~~~~~~~~~~~~
আজ সকালে এমন কি সূর্য-মেঘেরা পর্যন্ত অমন ঘাগড়া বশে রাখতে পারছে না।
পারছে না অ্যাম্বুলেন্সের নারীটি পর্যন্ত
যার কোটের ভিতর থেকে তার লাল হৃতপিন্ড স্তম্ভিত হ’য়ে ফুটে উঠছে-



উপহার, এক প্রেমের উপহার
একেবারে চায়নি
যা আকাশ



মলিন...আগুনের শিখায়
তার কার্বন মনোক্সাইড চোখ দিয়ে জ্বালিয়ে
বোলারদের নীচে নিষ্প্রভ হ’য়ে হঠাত্‌ থেমে যায়

হে ঈশ্বর, আমি কে
যে এইসব মুখ আমার জন্য আর্তনাদ করবে
এক নীহারকণার বনে, এক কর্নফ্লাওয়ারের ভোরে।




মন্তব্যসমূহ



কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বই -
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো – ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস – অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হ’তে জাগি – হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।