তারুণ্য

মূলঃ অ্যান সেক্সটন
অনুবাদঃ কল্যাণী রমা

~~~~~~~~~~~~~~~

এক হাজার দরজার ওপারে
যখন আমি খুব ছোট ছিলাম, আর একা ছিলাম
চার চারটা গ্যারাজ সেই বড় বাড়িটায়, আর তখন
গরমকাল ছিল, যতটুকু মনে পড়ে,
রাতে লনের উপর শুয়ে আমি,
নিচে দুমড়ে মুচড়ে যাওয়া ক্লোভার,
উপরে প্রাজ্ঞ তারাদের বিছানা,
মা-র ঘরের জানালাটায় - চোঙার ভিতর থেকে
হলুদ উত্তাপ ঝরে ঝরে ক্লান্ত,
বাবার জানালাটা, অর্ধেক বন্ধ,
এক চোখ - যেখানে ঘুমন্ত মানুষেরা ফিরে যায়,
আর বাড়িটার কাঠের তক্তা, দেয়াল মসৃণ মোমের মত শাদা
হয়ত লক্ষ লক্ষ পাতা ভেসেছিল - তাদের
অদ্ভুত বোঁটায় ভর দিয়ে
পাশে তখন ঝিঁ ঝিঁ পোকার ডাক
আর আমি, আমার আনকোরা নতুন শরীরে,
তখনও নারী নই,
রাতের তারাদের প্রশ্নগুলো করেছি
আর ভেবেছি ঈশ্বর হয়ত সত্যিই দেখতে পাবে
সব তাপ, আর রঙ করা আলো,
কনুই, হাঁটু, স্ব-প্ন, শুভরাত্রি।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন



কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বই -
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো – ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস – অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হ’তে জাগি – হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।