জল পেরিয়ে

মূলঃ সিলভিয়া প্লাথ


কালো হ্রদ, কালো নৌকা, কালো দু’টো মানুষ - কাগজ কেটে তৈরি।
জলের তৃষ্ণায় এসেছিল এখানে কালো গাছ - কোথায় তারা?
গাছদের ছায়ায় ঢেকে যাক ক্যানাডা। 

চুইয়ে পড়ছে অল্প আলো - জলের ফুল থেকে।
আমাদের ব্যস্ততা পাতাগুলো চায় না-
গোল, চ্যাপ্টা পাতা – ফিসফিসানিতে যাদের কালো পরামর্শ।

বৈঠা থেকে জলের ফোঁটায় ফোঁটায় ঝরে ঠান্ডা পৃথিবী।
অশরীরি কালো রঙ আমাদের ঘিরে, ওই রঙ মাছদের ঘিরে।
জলের গভীর থেকে বিদায়ের হাত নাড়ে ফ্যাকাশে শিকড়;

শাপলার ভিতর তারারা ফুটে ওঠে।
সাইরেন ঝলসে দিয়েছে চোখ? ওই মোহিনীরা ভাবলেশহীন।
এই নীরবতা স্তম্ভিত আত্মার।


মন্তব্যসমূহ

  1. 'বৈঠা থেকে জলের ফোঁটায় ফোঁটায় ঝরে ঠান্ডা পৃথিবী।'

    মাঝে মাঝে (অধিকাংশ সময়ে?) মনে হয় এটাই আবহ আসলে। এটাই জগৎ। আমরা ভুলে থাকি। ছলনায় ঝুলে থাকি।

    প্রিয় সিলভিয়াকে কষ্ট স্বীকার করে সামনে আনার জন্য ধন্যবাদ কল্যাণী রমা-কে। --আলতাফ হোসেন

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন



কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বই -
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো – ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস – অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হ’তে জাগি – হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।