জল পেরিয়ে
এই নীরবতা স্তম্ভিত আত্মার।
কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বই -
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো – ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস – অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হ’তে জাগি – হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।
'বৈঠা থেকে জলের ফোঁটায় ফোঁটায় ঝরে ঠান্ডা পৃথিবী।'
উত্তরমুছুনমাঝে মাঝে (অধিকাংশ সময়ে?) মনে হয় এটাই আবহ আসলে। এটাই জগৎ। আমরা ভুলে থাকি। ছলনায় ঝুলে থাকি।
প্রিয় সিলভিয়াকে কষ্ট স্বীকার করে সামনে আনার জন্য ধন্যবাদ কল্যাণী রমা-কে। --আলতাফ হোসেন