এই ব্লগটি সন্ধান করুন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জানি এমনই ঘটে। তবু, এভাবেই কি দিন কাটবে, বল এভাবেই কি?-
মনটা পাথর হ’য়ে আছে,
আঁকড়ে ধরবার জন্য কোন আঙ্গুল নেই, কিংবা জিহবা,
আমার ঈশ্বর সেই লোহার ফুসফুস, আমাকে ভালোবেসে
এই দু’টো ধূলোভরা থলিতে বাতাস
ভরছে আর বের করছে
সে আমার আবার কোন পতন হ’তে
দেবে না তো
বাইরে যে দিন তা টেলিগ্রাফযন্ত্রের ফিতার মত ক’রেই
ধীরে ধীরে এগিয়ে চলেছে। আর রাতগুলো
ফুটিয়ে তুলছে ভায়োলেট ফুল,
চোখে ট্যাপিস্ট্রির নক্শা,
আলো,
নরম অচেনা কন্ঠস্বরঃ ‘সব ঠিক তো?’ মাড় দেওয়া
শক্ত কাপড়ের মত এ পাঁজর,
কোন মানুষের ঢোকা নিষেধ এখানে।
মৃত ডিম, পুরোটা শরীর জড়ো ক'রে শুয়ে থাকি আমি
আর আমার পাশে যে সম্পূর্ণ পৃথিবী,
তাকে কিছুতেই ছুঁতে পারি না, আমার
শাদা,শক্ত বিছানায়
কত ছবি ঘুরে ঘুরে আসে-
আমার বৌ, সেই কবে মরে ভূত হ’য়ে গেছে,
পরনের পোশাকে ১৯২০ সালের ফার, মুখভর্তি মুক্তা তার,
দুই মেয়ে
একই অবস্থা, ফিস্ফিস্ ক’রে বলে চলেছে,‘আমরা তোমার মেয়ে।’
শান্ত, স্থির জল
ঠোঁট জড়িয়ে ধরছে,
চোখ, নাক, কান
স্বচ্ছ সেলোফেন যেন
আমি একটু ফাঁক ক’রে দম নিতে পারছি না।
নগ্ন পিঠ
অল্প হাসি, গৌতম বুদ্ধের মত, সব কামনা, আর যা কিছু চাওয়া
আংটির মত খসে খসে পড়ছে শরীর থেকে,
জড়িয়ে ধরছে ওরা ওদের নিজের আলো,
ম্যাগনোলিয়ার থাবা আর নখের আঁচড়,
নিজ গন্ধে নিজেই মাতাল,
কিছুই চায় না সে তো আর
জীবনের কাছ থেকে।
মন্তব্যসমূহ
কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বই -
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো – ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস – অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হ’তে জাগি – হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।
একটা অপূর্ব অনুবাদ কবিতা পড়লাম
উত্তরমুছুনঅনুবাদকের প্রতি অশেষ শুভকামনা